চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় হিন্দু সেজে মন্দিরের গামছা চুরির দায়ে ৪ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দিরের সারদীয় পূজা ম-প থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী অ্যাসিসটেন্ট ট্রাফিক সাব-ইন্সেপ্টের (এটিএসআই) এমদাদুল হক। মামলা নং ২৪, তারিখ-২১/১০/২০১৫ইং।
আটককৃত যুবকরা হলেন, শাহরাস্তি উপজেলার উপলতা হাজী বাড়ির গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন (২২), বাদিয়া গ্রামের লায়ারী বাড়ির ইউছুফ আলীর ছেলে রবিউল আউয়াল (২৮), টামটা হাজী বাড়ির গোলাম মোস্তফার ছেলে সাখাওয়াত হোসেন মানিক (৩০), টামটা পাটওয়ারী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে ফিরোজ ওরফে সুমন (২৫)।
হাজীগঞ্জ থানার সাব-ইন্সেপেক্টর মনির হোসেন বলেন, রাতে ফিরোজ হিন্দু সেজে সুমন দাস পরিচয় দিয়ে ম-পে নাচে মেতে উঠে। নাচের তালে তালে সে মূর্তির উপর রাখা গামছা নিয়ে আসে। ওই সময় ম-পে থাকা হিন্দুধর্মালম্বীরা তাকে আটক করে।
মামলার বাদী এটিএস আই এমদাদুল হক বলেন, ছদ্মবেশে ম-পে গামছা চুরির দায়ে আটক ফিরোজ ওরফে সুজনের সাথে অটোচালিত সিএনজি যোগে আসার আরো তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতরা পুলিশের সাথে হট্টোগোল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে পুলিশের এস আই আবদুল মান্নান ও তার সঙ্গীয় ফোর্স গিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২১-সূরা : আম্বিয়া শরীরের দুরন্ত অভিযানের সময় হচ্ছে যৌন, আর মনের অভিযান শুরু হয় বার্ধক্যের। মানবতার সেবায় যিনি নিজের জীবন নিঃশেষে বিলিয়ে দিতে পারেন, তিনিই মহামানব। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |