প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় কলারোয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আখলাকুর রহমান শেলীসহ ২ বিএনপি নেতাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে সাতক্ষীরা আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।
জামিন নামঞ্জুর হওয়া আসামীরা হলেন, কলারোয়া পৌর সদরের আতিয়ার রহমানের ছেলে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আখলাকুর রহমান শেলী (৪৪) এবং উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস সাত্তার (৪৮)। বিবাদী পক্ষের আইনজীবি এডভোকেট আবদুল মজিদ তাদের পক্ষে জামিন আবেদন করেন। এই জামিনের বিরুদ্ধে আপত্তি জানান পিপি এড. ওসমান গনি।
শুনানি শেষে জেলা ও দায়রা জজ জোয়ার্দার মোঃ আমিরুল ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করেন। এ মামলায় জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুস সাত্তারসহ চারজন উচ্চ আদালতের জামিনে রয়েছেন। আজ পর্যন্ত এ মামলায় ৯ আসামী জেল হাজতে রয়েছে।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৫ |
মাগরিব | ৫:১৪ |
এশা | ৬:৩০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২০-সূরা : তা-হা ১৩৫ আয়াত, ৮ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি। ৮৩। হে মূসা! তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলিয়া তোমাকে ত্বরা করিতে বাধ্য করিল কিসে? ৮৪। সে বলিল, ‘এই তো উহারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক! আমি ত্বরায় তোমার নিকট আসিলাম, তুমি সন্তুষ্ট হইবে এইজন্য।’ দয়া করে এই অংশটুকু হেফাজত করুন সঙ্গীত হল ভাঙ্গা মনের ঔষধস্বরূপ। -এ. হান্ট। যে ব্যক্তি সর্বদা পবিত্র (হালাল) দ্রব্য ভক্ষণ করে, আমার বিধি অনুসারে চলে এবং মানুষের কোন ক্ষতি করে না, সে বেহেশতবাসী হবে। - হযরত মুহাম্মদ (সাঃ) |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |