jibon dip

সর্বশেষ খবর :

  • -
চাঁদপুরে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামায়াতে আমরা সকলে মিলে মিশে ঈদের আনন্দ সুন্দর ভাবে উপভোগ করবো
জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল
১৮ জুলাই, ২০১৫ ১৬:২৯:১৮
প্রিন্টঅ-অ+
বৃষ্টি ভেজা সকালে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী জামে
মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামায়াত পূর্বে প্রথম জামায়াতে বক্তব্য
রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন চাঁদপুর একটি
সুন্দর শহর। এ জেলার সুধী জনরা অনেক ভালো মনের মানুষ। এখানকার সবার মধ্যে অনেক
আন্তরিকতা রয়েছে। আসুন আমরা আন্তরিকতার মাধ্যমে চাঁদপুরকে মাদক মুক্তসহ বিভিন্ন
অপরাধ থেকে মুক্ত রাখি। সিয়াম সাধনা শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর। আমরা সকলে মিলে
মিশে ঈদের আনন্দ সুন্দর ভাবে উপভোগ করবো। তিনি আরো বলেন চৌধুরী জামে
মসজিদের উন্নয়নের জন্য আমার সহযোগিতা থাকবে। আমি সকলকে নিয়ে কাজ করতে চাই।
আপ নারা আমাকে সহযোগিতা করবেন।

চাঁদপুর কন্ঠের প্রকাশক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল
বিন বাশারের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুতফর রহমান, অতিরিক্ত জেলা
প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক
কাজী শাহাদাত, ব্যবসায়ী ও মসজিদ কমিটির কর্মকর্তা আলহাজ¦ ফারুকুল ইসলাম সহ
প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও মুসল্লিগণ। নামাজ শেষে
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী শরীয়াত উল্লাহ্ (রহঃ) ৭ম পুরুষ আলহাজ¦
মাওঃ আব্দুল্লাহ্ মোহাম্মাদ হাসান।

চৌধুরী জামে মসজিদে ঈদের ২য় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৯ টায়।
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৫৪৪২
পুরোন সংখ্যা