চাঁদপুর। রোববার ১৮ সেপ্টেম্বর ২০১৬। ৩ আশ্বিন ১৪২৩। ১৫ জিলহজ ১৪৩৭
jibon dip

সর্বশেষ খবর :

  • -
১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
হাইমচর ব্যুরো
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটি থেকে উৎখাতে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকল নেতা-কর্মীকে ঐকবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের ৫০ লক্ষ মানুষকে ১০টার কেজি চালের আওতায় এনেছে।



গত ১৫ সেপ্টেম্বর আঃ জব্বর পাটওয়ারীর সভাপতিত্বে ও ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লক্ষন সরকারে পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল পাটওয়ারী, চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের সদস্য মোঃ কালু মেম্বার, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজল খান, শিল্পপতি মোঃ জসিম, মোঃ দুলাল পাটওয়ারী, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফারুক গাজী, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ছৈয়াল, হানাচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোজ্জামেল হোনের টিটু গাজী, হানারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ খুরশিদ আলম গোলদার, গুলিস্তান থানা যুবলীগের নেতা মামুন ভূঁইয়া, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মুকট চৌধুরী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মজিবুব রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছুব শেখ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমান বেপারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকু মিয়া, চন্দ্র মজুমদার, বাবুল মিজি, ১২নং চান্দ্রা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মলি্লক, সেলিম হাওলাদার, ফাহিমুল ইসলাম, আবু সুফিয়ান, স্বপন সরদার প্রমুখ।



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২৫-সূরা ফুরকান

৭৭ আয়াত, ৬ রুকু, ‘মক্কী’

পরম করুণাাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।

৪৫। তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য কর না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন; অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক।        

দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


যে ব্যক্তি হালাল পথে রুজি করে সে প্রকৃত মুসলমান।  

-হযরত আঃ কাদের জিলানী (রহঃ)।


বিনয় ও সৌজন্য ঈমানের দুই শাখা এবং বৃথা বাক্যালাপ ও জাঁকজমক কপটতা (মুনাফেকির) দুই শাখা।     

-হযরত মুহাম্মদ (সাঃ)


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৩১৮৫৬৮৬৭
পুরোন সংখ্যা