চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। গত ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২৫ জুলাই শেষ হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনা, সাংবাদিকদের সাথে মতবিনিময়, পোনা অবমুক্ত, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছে ফরমালিন ও অন্যান্য অপদ্রব্য মিশ্রণ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ এবং মাছ চাষ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১৯ জুলাই মঙ্গলবার (১ম দিন) মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রালীটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে অংশ নেয় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফুজ্জামান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ আতাহার আলী, পটুয়াখালী মৎস্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ মামুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে ও জরিপ কর্মকর্তা মোঃ কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা আওয়ামী মৎস্য লীগের সভাপতি রেদওয়ান খান বোরহান, পৌর কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, কাউন্সিলর শাহানাজ আলমগীর, মাছ চাষী মোঃ আলমগীর হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতি চাঁদপুরের সভাপতি আঃ মালেক দেওয়ান, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহ্ আলম মলি্লক।
আলোচনা সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের পুকুরে পোনা অবমুক্ত করেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
গত ২০ জুলাই বুধবার (২য় দিন) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান চাঁদপুরে মৎস্য সেক্টরে বর্তমান অবস্থা ও ভবিষৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে অবস্থান তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ মৎস্য ককর্মকর্তা, মৎস্যজীবী মৎস্য চাষীগণ। ২১ জুলাই বৃহস্পতিবার (৩য় দিন) সকাল ১০টায় চাঁদপুর লঞ্চ ঘাটে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী দেখানো হয়।
জেলা মৎস্য কার্মকর্তা মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কার্মকর্তা ফিরোজ আহমেদ মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ আতাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন গবেষণা ও মৎস্য সহযোগী, মৎস্যজীবী, মৎস্যচাষীসহ স্থানীয় এলাকাবাসী।
২২ জুলাই শুক্রবার রাতে (৪র্থ দিন) চাঁদপুর শহরের বিপণীবাগ মাছ বাজার এলাকায় মাছে ফরমালিন ও অন্যান্য অপদ্রব্য মিশ্রণ প্রতিরোধে উদ্বুদ্বকরণ বিষয়ক আলোচনা সভা, চিংড়ির ভ্যালু চেইন, ফরমালিনের অপব্যবহার, মৎস্য আইন এবং মৎস্য চাষ বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কার্মকর্তা মোঃ সফিকুর রহমান, সদর মৎস্য কার্মকর্তা ফিরোজ আহমেদ মৃধাসহ বিপণীবাগ বাজার ব্যবসায়ীর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মিজি, সপ্তাহিক লাল সবুজের মেলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আঃ গণিসহ মাছ বিক্রেতা ও ক্রেতাগণ।
২৩ জুলাই শনিবার দুপুরে (৫ম দিন) চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মাছ চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী দেখানো হয়।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজ আহমেদ মৃধার সভাপতিত্বে ও মৎস্য জরিপ কার্মকর্তা মোঃ কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনসহ কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
২৪ জুলাই রোববার সকালে (৬ষ্ঠ দিন) চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ৩০ জন মৎস্য চাষী।
প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা ও জেলা জরিপ কার্মকর্তা মোঃ কাইয়ুম তালুকদার।
২৫ জুলাই সোমবার সকালে (৭ম দিন) চাঁদপুর সদর পল্লী উন্নয়ন কর্মকর্তার মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, শ্রেষ্ঠ চাষীদের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমানের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর মৎস্য ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী। জেলা মৎস্য কার্যালয়ের জরিপ কর্মকর্তা মোঃ আব্দুল কাইউমের উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, মৎস্য চাষী কামাল হোসেন মিয়াজী, মোঃ বিল্লাল গাজী, জাতীয় মৎস্যজীবী সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মালেক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ তছলিম বেপারী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মলি্লক। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ মৃধা।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৪-সূরা নূর হতাশা এবং অবিশ্বাস উভয়েই ভীতি দূর করে। -উইলিয়াম আলেকজান্ডার। মায়ের পদতলে সন্তানদের বেহেশত। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |