অভাবের সংসার। দুবেলা খাবারের ব্যবস্থা করতেই হিমশিম খেতে হয় প্রায়ই। হতদরিদ্র স্বামীকে সাবলম্বী করতে একটি ছাগল কিনে পালন শুরু করে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কুকুরে কামড়ানোর ১৮ দিন পর সঠিক চিকিৎসার অভাবে ১০ হাজার টাকা মূল্যের সেই ছাগলটির মৃত্যু হয়। কি হবে পরিবারের অবস্থা এ ভেবেই সারাদিন চোখে পানি পড়ছে মনোয়ারার।
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজমিস্ত্রী নূরুল ইসলাম আখন্দের স্ত্রী মনোয়ারা বেগম। ২ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার। স্বামীর রোজগারের টাকায় সংসার চালানো খুব কষ্টকর। বাড়তি রোজগারের আসায় গত বছর ১টি ছাগল কিনে মনোয়ারা। ঐ ছাগলটি ১টি বাচ্চাও দিয়েছে। মা ছাগলটি বাড়ির পাশেই ফসলি ক্ষেতে প্রতিদিনের ন্যায় বেঁধে রাখে। গত ২২ এপ্রিল শুক্রবার হঠাৎ একটি পাগলা কুকুর এসে ছাগলটিকে কামড় দেয়। এতে মনোয়ারা ছাগলটি নিয়ে কি করবে উদ্বিগ্ন হয়ে যান। বিভিন্ন মানুষের ও স্থানীয় ডাক্তারের পরামর্শে গ্রামেই চিকিৎসা করান। এভাবে চলতে থাকে কিছুদিন। চিকিৎসার অবনতি দেখা দিলে গত ৯ মে সোমবার নিয়ে আসা হয় চাঁদপুর পশু হাসপাতালে। ডাক্তার ছাগলটি দেখে বলেন, এটা বাঁচানো যাবেনা। যেহেতু প্রথম অবস্থায় চিকিৎসা ভুল হয়েছে। তারপরও মনোয়ারার আকুতিতে ডাক্তার তাকে কিছু পরামর্শ দিয়ে দেন। হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পথেই ছাগলটির মৃত্যু হয়। মনোয়ারার কান্না দেখে চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্সের সামনে ভিড় জমাতে থাকে পথচারীরা। এ সময় চাঁদপুর কণ্ঠের এ প্রতিনিধি মনোয়ারাকে সান্ত্বনা দেয় এবং এ বিষয়ে কথা বলেন।
এ ব্যাপারে কথা হয় চাঁদপুর সদর উপজেলা ভেটিরিনারি সার্জন ডাঃ ফারজানা জাহানের সাথে। তিনি বলেন, কুকুরের কামড়ে মারা যাওয়া ছাগলের মালিকের কান্না দেখে খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই। সময় শেষ করে আমাদের কাছে নিয়ে আশা হয়েছে। তবে শুরুতে নিয়ে আসা হলে ছাগলটির চিকিৎসা করে বাঁচানো যেতো। তিনি আরো জানান, কুকুরের কামড়ে জলাতঙ্ক হয় তথ্যটি প্রায় সবারই জানা। বিড়াল, শেয়াল, বেজি বানরের কামড় কিংবা অাঁচড় থেকে রোগ ছড়াতে পারে। এসব পশু কামড়ালেই যে জলাতঙ্ক হয় তা নয়। তবে টিকা অবশ্যই নিতে হবে। জলাতঙ্ক ছড়াতে পারে এ রকম পশু কামড়ালে জিরো আওয়ার মানে যত দ্রুত সম্ভব টিকা দিতে হবে। যত দ্রুত টিকা দেয়া হবে ততই ঝুঁকিমুক্ত থাকা যাবে। অনেকে মনে করেন, ককুর কামড় দিলে দু-একদিনের মধ্যেই টিকা দিলে হয়। এটা মোটেই ঠিক নয়। প্রাথমিকভাবে কুকুর কামড়নোর জায়গায় প্রথমেই কাপড় কাঁচার সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। ক্ষারযুক্ত সাবান দিয়ে প্রবহমান পানিতে ফেনা ফেনা করে কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৩-সূরা মু’মিনূন নম্রতা-ভদ্রতা, গুণই দুটি মানুষের জীবনের পুরাতন ঐশ্বর্য। নীরবতাই শ্রেষ্ঠতম এবাদত। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |