
হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীর নেতৃত্বে হামলার ঘটনায় মৃত্যু শয্যায় আরেক ছাত্রলীগ নেতা মোঃ হান্নান গাজী। মঙ্গলবার রাতে হাজীগঞ্জ বাজারের প্লাজার পশ্চিম পার্শ্বের গলিতে ডেকে নিয়ে বেধড়ক পিটুনী ও মাথায় ইট দিয়ে জখম করে ছাত্রলীগের একাংশ।
আহত ছাত্রলীগ নেতা হান্নান গাজী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ভাই ইব্রাহীম গাজী জানান, হান্নানের মাথায় ১৫টি সেলাই দেয়া হয়েছে। ডাক্তারগণ হান্নানকে এখন আশঙ্কামুক্ত ঘোষণা দেয়নি। মঙ্গলবার রাত ৯টায় প্রথমে হান্নানকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পর কর্মরত ডাক্তার হান্নানের অবস্থা বেগতিক দেখে কুমিল্লা রেফার করে।
ছাত্রলীগ নেতার ভাই ইব্রাহীম গাজী বলেন, মেহেদী হাছান রাব্বীকে ‘তুই’ করে কথা বলায় অতর্কিতভাবে এই হামলা চালানো হয়। আমরা এ বিষয়ে চাঁদপুর আদালতে মামলা দায়েরর প্রস্ততি নিয়েছি।
ছাত্রলীগ কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, শহর ছাত্রলীগের কমিটি নিয়ে হান্নান গাজীর সাথে মেহেদী হাছান রাব্বীর পূর্ব শত্রুতা রয়েছে। তারই জের ধরে মেহেদী হাছান রাব্বী ও তার সমর্থকরা হান্নানকে মারত্মকভাবে আহত করে। ওই সময় রাব্বীর সাথে বোরহান, সবুজ ও মামুনসহ আরো কয়েকজন ছাত্রলীগ কর্মী এ হামলায় অংশ নেয়।
এদিকে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী বুধবার মুঠোফোনে হাজীগঞ্জ উপজেলার একাধিক সংবাদকর্মীদের ফোন করে হান্নানকে আহত করার সংবাদটি না লিখার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, শহর ছাত্রলীগ নেতা মোঃ হান্নান গাজী হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা বিলওয়াই মুন্সী বাড়ির মৃত আবদুল খালেকের সন্তান। সে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক।
| ফজর | ৪:৪৯ |
| যোহর | ১১:৪৩ |
| আসর | ৩:৪২ |
| মাগরিব | ৫:২২ |
| এশা | ৬:৩৬ |
|
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
|
২৩-সূরা মু’মিনূন নম্রতা-ভদ্রতা, গুণই দুটি মানুষের জীবনের পুরাতন ঐশ্বর্য। নীরবতাই শ্রেষ্ঠতম এবাদত। |
||
| করোনা পরিস্থিতি | ||
| বাংলাদেশ | বিশ্ব | |
| আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
| সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
| মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
| দেশ | ২০০ ২১৩ | |
| সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। | ||

আজকের প্রশ্নআওয়ামীলীগকে বিতর্কিত করেছে, করছে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাকর্মী ও তাদের পৃষ্ঠপোষকরা। আপনিও কি তাই মনে করেন?| হ্যাঁ | না | মতামত নেই |