চাঁদপুর। মঙ্গলবার ২৬ এপ্রিল ২০১৬। ১৩ বৈশাখ ১৪২৩। ১৮ রজব ১৪৩৭
jibon dip

সর্বশেষ খবর :

  • -
মাসের ২য় মঙ্গলবার মৎস্য পরামর্শ দিবস চালু
নিজস্ব সংবাদদাতা
২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+

চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের জন্য পরামর্শ সেবা দিবস চালু হয়েছে। এখন থেকে প্রতি ইংরেজি মাসের ২য় মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্সের ৪র্থ তলায় মৎস্য চাষীদের পরামর্শ দেয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী জানান, আমরা চাষীদের জন্যে ১টি দিন নির্ধারিত করেছি। যাতে মৎস্য চাষীরা এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য চাষীরা এখানে উপস্থিত হয়ে মৎস্য চাষ, পুকুর খনন, চিংড়ি চাষসহ আধুনিক পদ্ধতিতে মাছ চাষের কলা কৌশল প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারে। আমরা প্রতি ইংরেজি মাসের হয় মঙ্গলবার পুরো সময়টা চাষীদের জন্য ব্যয় করি। এদিন আমরা অফিসিয়াল অন্য কাজ করিনা। এছাড়া কোনো মৎস্য চাষী যদি অন্যান্য দিন আসে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি।

হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২৩-সূরা মূ’মিনূন

১১৮ আয়াত, ৬ রুকু, ‘মক্কী’

পরম করুণাাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।

৫৩। কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দীনকে বহুধা বিভক্ত করিয়াছে। প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়াা আনন্দিত।  

দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


ভন্ডদের অন্যতম আশ্রয় ধর্ম।

-বেন জনসন।


বিদ্যান্বেষণের জন্যে যদি সুদূর চীনেও যেতে হয় তবে সেখানে যাও।

-হযরত মুহাম্মদ (সাঃ)


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৪৯৪৭৮
পুরোন সংখ্যা