চাঁদপুর শহরের পৌর ১২নং ওয়ার্ডের হাজী মহাসিন রোডস্থ ছৈয়াল বাড়ি রোডে আব্দুর রশিদ মজুমদারের ৫ তলা বাড়ি। তিনি একজন ডায়াবেটিস রোগী। অসুস্থতার মাঝে ৬৯ বছর বয়সেও নিয়মিত কাজ করছেন তাঁর সবজি বাগানে। ইতোমধ্যে তার সবজি বাগানে বাহারি রকম ফল-ফলদ গাছে ভরে গেছে। প্রতিদিন তার স্ত্রী আনোয়ারা বেগম নিজ প্রয়োজনে রান্না করতে বাগান থেকে সবজি তুলে নিচ্ছেন।
সবজি বাগান সম্পর্কে জানতে কথা হয় মজুমদার ভিলার মালিক আব্দুর রশিদ মজুমদারের সাথে। তিনি জানান, ডায়াবেটিস আমাকে অসুস্থ রাখলেও আমার মন কিন্তু সুস্থ। ডাক্তার আমাকে প্রতিদিন হাঁটতে বলেছে। আর নিয়মিত হাঁটলে বা কায়িক প্ররিশ্রম করলে শরীর ভালো থাকবে। কিন্ত আমি সকালে হাঁটি আর বাকি সময় আমার সবজি বাগানে কাজ করি। বৃদ্ধ বয়সে এখনো এতো কাজ করেন জানতে চাইলে তিনি জানান, প্ররিশ্রম মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেয়। আমার অবসর জীবন ভালো লাগে না। তাই নিজ বাড়ির ছাদের উপর নানা রকমের ফল ও সবজি বাগান করেছি। আর এসবের দেখাশোনা অমি নিজেই করি। আমার বাগানে সবজির মধ্যে বর্তমানে রয়েছে টমেটো, কালো বেগুন, ঢেঁড়স, ঝিঙ্গা, বরবটি, ধুনধুল চালকুমড়া, করল্লা, পুদিনা ও কাঁচা মরিচ। ফল গাছ হলো আম, পেয়ারা, মন্ডফল ও পেঁপে গাছ। আব্দুর রশিদ মজুমদার হাস্য উজ্জ্বলভাবে বলেন, এটা আমার পরিকল্পিত বাগান। প্রতিদিন বাগানে কাজ করি। নিজের অনেক ভালো লাগে। তবে আমার স্ত্রী আমার প্রতি নাখোশ, কারণ জানতে চাইতে তিনি জানান গত ১ বছর হলো আমাদের বাড়ির ছাদের উপর এ সবজি বাগান করেছি, বাগান প্রস্তুত করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে মাটি, গোবর, বাঁশঝাড়সহ বিভিন্ন জিনিস ছাদে উঠাতাম তখন সে বিরক্তবোধ করতো। অবশ্য এখন গাছে ফলন ধরেছে, কিন্ত সে তাঁর নিজ হাতেই এখন রান্নার জন্যে সবজি তুলে আনে। আরেকদিকে তার ধারনা ছাদের উপর বেশি লোডিং হলে ভূমিকম্পে সমস্যা হবে। এছাড়া আমার ২ ছেলে ২ মেয়ে তারাও চাচ্ছেনা আমি কাজ করি, কিন্ত আমি যখন পানি উন্নয়ন বোর্ডে চাকুরি করতাম তখনও নিজ প্রয়োজনে কৃষি কাজ করতাম। এখন আমি নিয়মিত কাজ করি, আমার কাছে ভালো লাগে। বিশেষ করে বাজারের শাক-সবজিগুলোতে বিষাক্ত বালাইনাশক প্রয়োগ করে থাকে। কিন্ত আমার নিজের উৎপাদিত সবজিগুলো বিষমুক্ত। এখন থেকে পরিবারের সবাই টাটকা শাক-সবজি খাই। আব্দুর রশিদ মজুমদারের নিজ বাড়ি চট্রগ্রামের হাটহাজারীর ধালই গ্রামে। তিনি মরহুম নূর বকা্র মিয়ার ১ম সন্তান। পড়া-লেখা শেষ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ইসপ্রিরিড বোর্ডের মেকানিক্যাল ও চালক পদে ১৯৬৫ সালে যোগদান করেন। চাকুরির সুবাদে চাঁদপুরে আসা। সে থেকেই এখনো চাঁদপুরে । ২০০৩ সালে চাকুরি থেকে অবসর নেন। তার জেষ্ঠ্যপুত্র ফারুকুল ইসলাম ইনকামিং ট্যাস্ক এর যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ও কনিষ্ঠ পুত্র মোঃ মামুনুর রশিদ একাউন্টিং অফিসার হিসাবে বি-প্রিমিয়ার ব্যাংকে কর্মরত আছেন। আমি আসলে যে রকম পরিশ্রম করিছি আল্লাহ আমাকে সে রকম দিয়েছে।
ফজর | ৫:০৪ |
যোহর | ১১:৪৮ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৪ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২২-সূরা : হাজ্জ অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনই ক্ষমা করো না। যে ধনী বিখ্যাত হবার জন্য দান করে, সে প্রথমে দোজখে প্রবেশ করবে। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |