৩৭ বছর বয়সী বিল্লাল গাজী। পেশায় কৃষক। গ্রামের বাড়িতেই তার বসবাস। সহজ সরল প্রকৃতির একজন মানুষ তিনি। তার স্ত্রী হাওয়া বেগম। তাদের ২ সন্তান। বড় মেয়ে নাঈমা দাসাদী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ছোট ছেলে ইব্রাহিম ৩ বছর বয়সী। মরহুম লোকমান গাজীর ৩ ছেলে। তার মধ্যে বিল্লাল গাজী সবার ছোট। চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামেই থাকে পরিবারের সবাই।
চাঁদপুর কণ্ঠের প্রতিনিধির সাথে কথা হয় বিল্লাল গাজীর। বিল্লাল স্ত্রী সন্তান নিয়ে ৩ বেলা ভাত ও স্বাভাবিক জীবন যাপন করতে নিয়মিত কৃষি কাজ করতেন। সংসারের অভাব মোচন করতে গ্রামীণ ও আশা এনজিও থেকে ঋণ নিয়ে প্রিজিয়াম জাতের একটি গরু ক্রয় করে। গরুটি দৈনিক ২০ লিটার দুধ দেয় বলে কিনিছেন। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস গরুটি তার বাড়িতে আনার পর দুধ দেয় ৬-৭ লিটার। যাক এভাবে কিছুদিন চলতে লাগলো। হঠাৎ দেখা গেল গরুটির মেসটেক রোগ হয়েছে। এতে করে গরুটির পুরো ওলানটি চাক হয়ে গেছে। এ কারণে গরু থেকে আর দোহন করতে পারছে না। পরিশেষে গরুটি কসাইদের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে আরেকটি গরু ক্রয় করে জার্সি জাতের। এ গরু থেকে দৈনিক ১০-১২ লিটার দুধ দোহন করতেন বিল্লাল গাজী। এভাবে কয়েক বছর ভালো চললেও সমিতির ঋণের টাকা ও সংসার চালাতে হিমশিম খেয়ে যান। এরি মাঝে অসাবধনাতার কারণে তার পালিত গরুটি বুকের মধ্যে শিংরিং দিয়ে আঘাত করে। এতে বিল্লাল গাজী প্রচ- ব্যাথা পায়। টাকার অভাবে বিল্লাল ভালোভাবে চিকিৎসা করতে পারছে না। এখন স্ত্রী সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছেন।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২২-সূরা : হাজ্জ অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনই ক্ষমা করো না। যে ধনী বিখ্যাত হবার জন্য দান করে, সে প্রথমে দোজখে প্রবেশ করবে। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |