অপার সৌন্দর্যের প্রতীক ফুলের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। আজ কাল বিবাহ শুধু না, অফিসিয়াল অনুষ্ঠানেও ফুলের চাহিদা বেশ। জন্মদিন, বিবাহ বার্ষিকী, মৃতের শ্রদ্ধাঞ্জলি সব কিছুতে ফুলের কদর। এমনকি ড্রয়িং-ডাইনিং, অফিস রেস্তোরাঁয় টেবিলে ফুল গাছ শোভিত দেখতে চোখ-মন জুড়ায়। ফুলের সমারোহ দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে যায়।
বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি সত্যেন্দ্র নাথ দত্তের কবিতা জোটে যদি মোটে একটি পয়সা/খাদ্য কিনিও ক্ষুধার লাগি/দুটি যদি জোটে অর্ধেক তার/ফুল কিনে নিও, হে অনুরাগী! কবিতা সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক ফুল নিয়ে যে কত শত কবিতা লিখেছেন তার ইয়াত্তা নেই। কবি পুর্ণেন্দু পত্রী তার পিয়ার উদ্দেশে লিখেছেন, তুমি ফুল ভালোবাস বলে/তোমাকে ফুলের বৃন্ত মাঙ্গলিক উতসরের মতো লাগে বলে/ আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁৃজে খুঁৃজে/সিন্ধুনদ, হিন্দুকুশ, হরপ্পার মতো দূর দুরান্তরে।
যে ফুল নিয়ে এত গুণকীর্তন, কাব্য ও সাহিত্য। সে ফুল প্রেমিকদের চাহিদা মেটাতে নানা রকমের ফুলের গাছ নিয়ে চাঁদপুর শহরের অলি-গলিতে চষে বেড়াচ্ছে এক বিক্রেতা। ভাড়া করা একটি ভ্যান গাড়ি। ঐ গাড়িতে বাহারী রকম ফুলের চারা। তার মধ্যে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, অর্কড, কামিনী, পাতালহর, বকুল, দোঁলনচাপা, পদ্মা, জিবসীসহ আরো কত ধরনের বাহারী ফুলের সামারোহ। ভ্যানের মধ্যে পসরা সাজানো ফুলের গাছ নিয়ে রাস্তার চলছে আর বলছে ফুল গাছ নেবে গো ফুল-----।
ফুল গাছ বিক্রতা মজিবের সাথে কথা হয় চাঁদপুর কণ্ঠ এ প্রতিনিধির সাথে। তিনি বলেন, আমাদের নার্সারী পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। আমাদের রয়েছে আদর্শ ও মাইশা নামের ২টি নার্সারী। আমারা বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারা বিক্রি করি। চাঁদপুরে ফুলের চারার চাহিদা বেশি। তাই পাড়া-মহল্লায় গিয়ে ভ্যান গাড়ির মাধ্যমে বিক্রি করে থাকি।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২২-সূরা হাজ্জ প্রতিভা আর প্রেরণা একই জিনিস। -ভিক্টর হুগো। কাউকে অভিশাপ দেওয়া সত্যপরায়ণ ব্যক্তির উচিত নয়। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |