চাঁদপুর কৃষিপ্রধান ও কৃষি নির্ভরশীল জেলা হওয়া সত্ত্বেও কৃষক ও কৃষি কাজ বরাবরই অবহেলিত। দেশের কৃষির উপর সরকারের গুরুত্ব থাকলেও প্রভাব পড়েনি কৃষকের উপর। চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদী গ্রামের প্রবাস থেকে দেশে ফিরে অন্যের জমি বর্গা নিয়ে সবজি চাষ করেছেন কৃষক আনোয়ার গাজী। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দৈনিক চাঁদপুর কন্ঠের মাসিক আয়োজন কৃষি কন্ঠে"অর্থাভাবে কৃষক আনোয়ারের স্বপ্ন থমকে আছে" শিরোনামে একটি প্রতিবেদন বের হয়। এতে আনোয়ারের প্রতি কৃষি ব্যাংকের সু-নজর পড়েনি। গত বুধবার আনোয়ার এ প্রতিনিধিকে বলেন, কৃষি ঋণ পেতে জমির দলিল লাগে। আমার নিজস্ব জমিও নেই বলে আমাকে ঋণ দেওয়া যাবে না বলেছেন ব্যাংকের স্যারেরা।
ফজর | ৫:০৬ |
যোহর | ১১:৪৯ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৪ |
এশা | ৬:৩২ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২২-সূরা হাজ্জ ৭৮ আয়াত, ১০ রুকু, মাদানী পরম করুণাাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১৮। তুমি কি দেখ না যে, আল্লাহ্কে সিজ্দা করে যাহা কিছু আছে আকাশম-লীতে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র নক্ষত্রম-লী, পর্বতরাজি, বৃক্ষলতা জীবজন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে? আবার অনেকের প্রতি অবধারিত হইয়াছে শাস্তি। আল্লাহ্ যাহাকে হেয় করেন তাহার সম্মানদাতা কেহই নাই; আল্লাহ্ যাহা ইচ্ছা তাহা করেন। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন পরিশ্রমী লোকের ঘুম শান্তিপূর্ণ হয়। -জর্জ হাবার্ট। যে লোক কম কথা বলে চুপ করে থাকে সে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। -হযরত মুহাম্মদ (সাঃ) |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |