অগ্রহায়ণ মাস বাংলার ঋতু বৈচিত্র্যে সম্ভাবনার মাস। এ মাসে একদিকে ঘটে নতুন ফসলের আগমন। অপরদিকে শুরু হয় রবি ফসলের চাষাবাদ আয়োজন। বর্ষার ধকল কাটিয়ে নতুন করে ফসলের মাঠ সাজাবার সুযোগ এনে দেয় হেমন্তের এ মাস। এ সময় মৌমাছি আর ভ্রমরের গুঞ্জনে মুখরিত হয় চারদিক। কৃষাণ-কৃষাণীর হৃদয় সুখানুভূতির স্পর্শে হয় আন্দোলিত। কৃষির এ অনুকূল প্রাকৃতিক পরিবেশে গ্রাম বাংলার সংস্কৃতিতেও লাগে আনন্দের ছোঁয়া। আসুন আমরা সবাই হেমন্তের ফসল সংগ্রহ ও উৎপাদনের আনন্দের সঙ্গে একাত্ম হয়ে নিজের জীবনকে সার্থক করে তুলি।
ফসল কর্তন বা সংগ্রহ কৃষির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কেননা বছরের কঠোর পরিশ্রমের ফলপ্রাপ্তি ঘটে ফসল কর্তনের মাধ্যমে। এ ফল সন্তোষজনক হলে তা যেমন হয়- খুবই আনন্দের তেমনি সন্তোষজনক না হলে তা হয়ে উঠে বিষাদময়। চাষি ভাইয়েরা নিজ নিজ ক্ষেত্রে ফসলের চাষাবাদ করে সন্তোষজনক ফল লাভ করুন এটাই আমাদের প্রত্যাশা।
প্রিয় চাষী-ভাইয়েরা, আর একটি বিষয় খেয়াল রাখতে হবে ফসলের উৎপাদন খরচ যেন কম রাখা যায়। এ ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি বেশ কার্যকর। অতএব, যে কোন ফসল চাষাবাদ করে লাভবান হতে অবশ্যই সাশ্রয়ী যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। এ ব্যাপারে আপনার এলাকার দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষী অফিসার বা উপজেলা কৃষি-অফিসারের অথবা আমাদের নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এতে চাষি ভাইয়েরা উপকৃত হবেন বলে আমরা আশা করছি।
প্রিয় পাঠক ও চাষী ভাইয়েরা, আপনাদের জন্য আমাদের প্রতি মাসে এ আয়োজন। তাই আপনারা কৃষি বিষয়ক যে কোনো সমস্যার জন্যে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা সমস্যাগুলো লিখে পাঠাতে পারেন নিম্ন ঠিকানায়। আসুন, দেশের কৃষি, চাষী ও কৃষক-কৃষাণীর সার্বিক-উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট হই। নিজেদেরকে সুস্থ সবল জাতি হিসেবে গড়ে তুলি। আসুন সবাই মিলে চাঁদপুরকে সুখী ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই।
মুহাম্মদ আবদুর রহমান গাজী
বিভাগীয় সম্পাদক
কৃষি কণ্ঠ
দৈনিক চাঁদপুর কণ্ঠ, রেড ক্রিসন্ট ভবন (২য় ও ৩য় তলা)
প্রয়োজনে ঃ ০১৭১০-৯৮৮৭২০
[email protected], [email protected]
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২১-সূরা : আম্বিয়া ১১২ আয়াত, ৭ রুকু, মক্কী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাাহ্র নামে শুরু করছি। ৫০/ ইহা কল্যাণময় উপদেশ; আমি ইহা অবর্তীর্ণ করিয়াছি। তবুও কি তোমরা ইহাকে অস্বীকার কর? ৫১/ আমি তো ইহার পূর্বে ইব্রাহীমকে সৎপথের জ্ঞান দিয়াছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন মৃত্যুটা জন্মানোর মতোই স্বাভাবিক। - বেকন। যার রসনা ও হস্তদয় হইতে কোন মুসলমানের কোন প্রকার অনিষ্ট না হয়, সেই প্রকৃত মুসলমান এবং যে আল্লাহর নিষিদ্ধ কার্য হইতে পলায়ন করে সেই প্রকৃত মুহাজিজর। - (হযরত মুহাম্মদ (সঃ)) |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |