চাঁদপুর, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০১৫ । ১২ অগ্রহায়ণ ১৪২২ । ১৩ সফর ১৪৩৭
jibon dip

সর্বশেষ খবর :

  • -
সংক্ষেপে কৃষি সংবাদ
ছেলেরা নয়, আমিই করি
কৃষিকণ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+

কৃষক আবুল মৃধা (৫৫) বলেন, কৃষি কাজ আমিই করি। আমার ছেলেরা কৃষি কাজ করে না। তারা সকলে অন্য পেশায় নিয়োজিত। কৃষি কাজ ভালো লাগেনা তাদের।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের আবুল মৃৃধা। তার ৩ ছেলে, ৩ মেয়ে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। ছেলেরা বিভিন্ন পেশায় কাজ করে। এর মধ্যে বড় ছেলে টাইলস মিস্ত্রী। মেঝো ছেলে ট্রাক ড্রাইভার ও ছোট ছেলে হেলপার।

শীতকালীন সবজি লাউ-চাষ করেছি। এ বছর ১৫ শতাংশ জমির উপর লাউ চাষ করা হয়েছে। প্রায় ৪০ বছর কৃষি কাজ করছি। এ কাজের উপর নির্ভর করে সংসার চালাই। উপরোক্ত কথাগুলো বলেন আবুল মৃধা। তিনি আরো জানান, আমার স্ত্রী আমার সাথে সহযোগিতা করে। ছেলেরা করে না। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন তাদের মাঠে রৌদ জ্বলে কৃষি কাজ ভালো লাগে না।

হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২১-সূরা : আম্বিয়া


১১২ আয়াত, ৭ রুকু, মক্কী


পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাাহ্র নামে শুরু করছি।


 


৫০/ ইহা কল্যাণময় উপদেশ; আমি ইহা অবর্তীর্ণ করিয়াছি। তবুও কি তোমরা ইহাকে অস্বীকার কর?


৫১/ আমি তো ইহার পূর্বে ইব্রাহীমকে সৎপথের জ্ঞান দিয়াছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত। 


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


 


মৃত্যুটা জন্মানোর মতোই স্বাভাবিক। 


- বেকন।


যার রসনা ও হস্তদয় হইতে কোন মুসলমানের কোন প্রকার অনিষ্ট না হয়, সেই প্রকৃত মুসলমান এবং যে আল্লাহর নিষিদ্ধ কার্য হইতে পলায়ন করে সেই প্রকৃত মুহাজিজর। 


- (হযরত মুহাম্মদ (সঃ))


 

ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৩০৪৩৪৫৬৮
পুরোন সংখ্যা