চাঁদপুর, রবিবার ২০ সেপ্টেম্বর ২০১৫ । ৫ আশ্বিন ১৪২২ । ৫ জিলহজ ১৪৩৬
jibon dip

সর্বশেষ খবর :

  • -
মৌসুম : খরিপ ২-এর উৎপাদন পরিকল্পনা
বাস্তবায়ন কাল : (১৬ জুলাই হতে ১৫ অক্টোবর পর্যন্ত)
২০ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+

প্রত্যেক কৃষকের গোয়াল ঘর হবে "একটি মিনি জৈব সার উৎপাদনের কারখানা" এ শ্লোগানকে সামনে রেখেই এবং মাটির স্বাস্থ্য রক্ষা ও রাসায়নিক সারের অভাব উত্তরণের উপর কর্মসূচি

১। খামার জাত সার তৈরি : কম্পোস্ট সার তৈরি, বাইক কম্পোস্ট তৈরি, সবুজ সার তৈরি, আফ্রিকান ধইঞ্চা চাষের প্রকল্প তৈরি ও বাস্তবায়ন এবং মাটি পরীক্ষা।

২। বৃক্ষরোপণ/ বনায়ন কর্মসূচি :

* ফলদ, ঔষধি, বনজ/কাঠজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা।

* সাজিনা, বাউকুল, আপেল কুল, আম্রপালি, তাল, খেজুর, বেল সহ দেশীয় ফল গাছের চারা, কলম বীজ/অাঁটি রোপণ।

৩। বনায়ন :

* রাস্তার পাশ্র্বে, পুকুরের পাড়ে, আইলে, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, পতিত জায়গায় বনায়ন।

৪। বাঁশঝাড়, বেতবন, মনবন, মোডাইক চাষ/বাগান তৈরি।

৫। বীজ সচেতনতামূলক কার্যক্রম : বিভিন্ন মৌসুমের জন্য সংরক্ষিত বিভিন্ন বীজের পরিচর্যা ও ব্যবহার।

* নিম, নিশিন্দা, বিষকাটালী পাতা, ঘাগড়া পাতার ব্যবহার করত সংরক্ষণ ও পুনঃ সংরক্ষণ।

৬। সবজির চারা উৎপাদন :

* কচুরিপানার পুটলিতে লাউ ও সীমের চারা উৎপাদন।

* কলমী, পেঁপে, ঢেঁড়স,স্বর্ণা

ও গাছ আলুর চাষ।

* বিনা চাষে মাসকলাই, খেসারি ও ভুট্টা চাষ। মুগাক্কুর ও মাশরুম চাষ।

৭। প্রশিক্ষণ : বোনা আমন ফসল সহ (অন্যান্য) ইঁদুর নিধনের উপর ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান ও কীট নাশক ব্যবসায়ী ও চাষী গ্রুপে প্রশিক্ষণ প্রদান।

৮। প্রচার : লিফলেট, ডালমহরত, মাইকিং, পালাগান, জারিসারি, সভা ও সেমিনার অনুষ্ঠান।

৯। সতর্কবার্তামূলক ব্যবস্থা : বন্যার কচুরিপানা থেকে বোনা আমন ফসল সহ ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষার উপায়।

*ফেনচিং হিসেবে ধইঞ্চার চাষ।

* বন্যার পানি ও সাপের উপদ্রব থেকে ছোটো বাচ্চাদের রক্ষা। যেমন : রাতে মশারী টানিয়ে ঘুমানো, রাতের বেলায় ঘরে আলো জ্বালিয়ে রাখা, নিরাপদ স্থানে (ঘরের) কার্বলিক এসিডের বোতলের মুখ খুলে রাখা।

* বিশুদ্ধ/নিরাপদ পানি (ফুটন্ত/কলের পানি) পান করা।

* পায়খানা থেকে আসার পর এবং খাওয়ার আগে ভালো করে ছাই/সাবান দিয়ে হাত ধোয়া।

১০। 'একটি বাড়ি একটি খামার' প্রকল্প বাস্তবায়ন কর্মসূচি।

১১। বিবিধ : মাটি ও মানুষ, কৃষি দিবানিশি, শ্যামল বাংলা সহ কৃষি বিষয়ক বিভিন্ন টিভি ও রেডিও অনুষ্ঠানে দেখা ও শোনা। তাছাড়া কৃষি বিষয়ক পত্রিকা, কলাম পাঠ কৃষি কথা, কৃষি বিপ্লব পত্রিকা সহ অন্যান্য পত্রিকার গ ্রাহক, পাঠক ক্লাব গঠন সহ কৃষি পরামর্শ কেন্দ্র এসে সেবা গ্রহণ।

লেখক পরিচিতি : মোঃ আবদুল লতিফ ছিদ্দিকী,

উপ-সহকারী কৃষি অফিসার, মতলব দক্ষিণ, চাঁদপুর।

হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২০-সূরা : তা-হা

১৩৫ আয়াত, ৮ রুকু, মক্কী

পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহ্র নামে শুরু করছি।



১১৫। আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করিয়াছিলাম, কিন্তু সে ভুলিয়া গিয়াছিল; আমি তাহাকে সংকল্পে দৃঢ় পাই না।

দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


কোনো কবি তার কবিতার ভুবনে দরিদ্র রয় না।

-- ইমারসন।


দাতার হাত ভিক্ষুকের হাত অপেক্ষা উত্তম। যে ব্যক্তি স্বাবলম্বী ও তৃপ্ত হতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বন ও তৃপ্তি দান করেন।

               --- হযরত মুহাম্মদ (সাঃ)


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৪৫৮৮
পুরোন সংখ্যা