সারা বিকেল খোঁজার পরও রাফির কোনো সন্ধান পাননি মা। খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ক্ষান্ত হন। ভাগ্যের ওপর ছেড়ে দেন ছেলেকে। মনে মনে ভাবতে লাগলেন বেঁচে থাকলে এমনিতেই ফিরে আসবে তার ছেলে।
সন্ধ্যা ঘনিয়ে আসছে। মিনার থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আজান। আধারে ছেয়ে যাচ্ছে সব। ডানা মেলে পাখিরা ফিরছে আপন নীড়ে। শত উৎকণ্ঠা নিয়ে ছেলের জন্যে অপেক্ষা করছেন মা। অপেক্ষার প্রহর যেনো শেষ হচ্ছে না। না, এখনো রাফি আসার কোনো নামগন্ধও নেই। অজানা আতঙ্কে কেঁপে উঠলো মায়ের মন। তাহলে কি তার ছেলে হারিয়ে গেছে! হার্টবিট বেড়ে যাচ্ছে তার। পুরো শরীর ঘেমে ভিজে গেছে। দুঃশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেলো তার। হঠাৎ আওয়াজ ভেসে এলো-মা, মা! দরজা খোলো। দরজা খুলতেই মায়ের মন খুশিতে ভরে যায়। তার রাফি তাহলে ফিরে এসেছে! বাইরে দাঁড়িয়ে আছে! কিন্তু দরজা খুলতেই তার চক্ষু ছানাবড়া হয়ে ওঠে। একি! তার ছেলের হাতে আস্ত একটি বাবুই পাখির বাসা। বাসার ভেতরে পাখির ছানার আওয়াজ। চিঁউ চিঁউ করে কাঁদছে। মা মনে মনে ব্যথিত হলেন। ভাবলেন, ছেলেটা বুঝি আর ঠিক হবে না! পাখির বাসা ভাঙতে কতবার যে তিনি নিষেধ করেছেন তার হিসেব নেই। কত বুঝিয়েছেন, মারধর করেছেন! কিন্তু কে শুনে কার কথা!
রাফি। চতুর্থ শ্রেণির ছাত্র। পড়ালেখায় দুর্বল। স্কুলের হাজিরা খাতা খুললে দেখা যাবে মাসে তার উপস্থিতি বড়জোর চার/পাঁচ দিন। সারাদিন বনে-বাদাড়ে ঘুরে ঘুরে পাখির বাসা ভাঙাই তার একমাত্র কাজ। গাছে গাছে লাফালাফি করাই যেনো তার নেশা। কোন্ গাছে কোন্ পাখির বাসা, কোন্ বাসায় কয়টা ছানা এসব তার মুখস্থ। কত পাখির বাসা যে তার খাটের নিচে পড়ে আছে তার হিসেব সে নিজেও জানে না। এখনো দোয়েল, বাবুই এবং মাছরাঙার ছয়টি বাচ্চা তার খাঁচায়। সারাদিন পাখি নিয়েই ব্যস্ত থাকে সে। পাখিদের আদর করবে, খানা খাওয়াবে, গোসল করাবে নিয়মিত। পাখির ডাকাডাকি তার খুব পছন্দ। পাখি দেখলেই তার মন খুশিতে ভরে যায়। বিশেষ করে যখন সে কোনো নতুন পাখির সন্ধান পায়, তখন আর তার খুশির সীমা থাকে না।
রাফির দাদা তাকে অনেক বুঝিয়েছেন পাখির বাসা না ভাঙতে। পাখিদের দুঃখ নিয়ে কত গল্প শুনিয়েছেন তাকে! কিন্তু কথায় আছে, চোর না শোনে ধর্মের কথা। তার অবস্থাও সে রকম।
একদিন রাফির ছোটভাই কাফিকে কোথাও খুঁজে পাচ্ছিলো না। সম্ভাব্য সকল স্থানে খোঁজার পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। তার মার তো কী করুণ দশা! মাটিতে গড়াগড়ি করে বিলাপ করছিলেন। কত মানুষ এসে দেখে যাচ্ছিলো এ দৃশ্য। সবাই তার মাকে সান্ত্বনা দিচ্ছিলো। গ্রামের সবাই মিলে খুঁজছিলো তাকে। রাফিরও সে কী কান্না! কাঁদতে কাঁদতে তার হেঁচকি ওঠে। সারা গ্রাম দৌড়ে দৌড়ে খোঁজ করে তার ভাইকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নদীর চরে পাওয়া যায় কাফিকে। ভাইকে ফিরে পাওয়ার পর রাফিরও কী আনন্দ! মা যেনো হাতে পায় আকাশের চাঁদ। কান্না থেমে যায় তার। ছেলেকে বুকে জড়িয়ে ধরে প্রাণভরে আদর করেন।
এই ঘটনার দুদিন পর বিকেলবেলা দাদার সাথে ঘুরতে বের হয় রাফি। দাদা তাকে বোঝাতে লাগলেন। বললেন,
-শোনো দাদাভাই, ওইদিন কাফিকে না পেয়ে তুমি কান্না করছিলে কেনো?
-আমার খুব খারাপ লাগছিলো দাদাভাই। কাফিকে আমি খুব ভালোবাসি। আমি মনে করছিলাম সে চিরতরে হারিয়ে গেছে। আর কোনোদিন ফিরে পাব না তাকে। জানো দাদাভাই, তখন কষ্টে আমার বুকে চিন চিন করছিল।
-তোমার আম্মুর অবস্থা দেখেছিলে তখন?
-আম্মুকে দেখে আমার তো আরো মন খারাপ হয়ে যায়। মায়ের কান্না দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করছি-আল্লাহ আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও।
-এবার আসল কথা শোনো দাদাভাই। তোমার যে রকম ভাই আছে, মা আছে, পাখিদেরও আছে। তুমি যে রকম কষ্ট পেয়েছিলে, পাখিদের কোনো ভাই হারিয়ে গেলে তারাও এরকম কষ্ট পায়। তোমার মা যেমন কান্না করছিল, পাখিদের মাও তার সন্তানের শোকে এ রকম কান্না করে।
রাফি বুঝে গেছে দাদা কী বোঝাতে চাচ্ছেন। এসব উপদেশ তার কাছে খুব বিরক্ত লাগে। আগেও দাদা তাকে পাখির বাসা না ভাঙতে অনেক বুঝিয়েছেন। মাও অনেক বারণ করেছেন। কিন্তু এসবের ধার ধারে না সে।
আজ সোমবার। স্কুলে যায়নি রাফি। চলে গেছে সোজা নদীর চরে। সেখানে ঝোপঝাড়ে অনেক পাখির বাসা। মাসে দুয়েকবার চরে যায় সে। দশদিন আগেও এসেছিল। চরের উত্তর পাড়ের একটি গর্তে মাছরাঙার বাসা আবিষ্কার করেছিল সে। বাসার ভেতরে হাত ঢুকিয়ে দশটি ছানা বের করেছিল। কী ছোট ছানাগুলো! তখনো চোখ ফোটেনি। পালক গজায়নি। সবে মাত্র জন্ম নিয়েছিল। হাতের মধ্যে চিঁউ চিঁউ করে কান্না করছিল। মনে মনে ভাবতে লাগল এই দশ দিনে নিশ্চয়ই ছানাগুলো অনেক বড় হয়ে গেছে। চোখ ফুটেছে। পালক গজিয়েছে। একটু একটু উড়তেও পারে। ছানাগুলো হাতে পেলে অনেক মজা হবে। বাড়িতে নিয়ে পালবে। বড় হলে মজা করে খাবে। এসব ভাবতে ভাবতে চলে আসল মাছরাঙার বাসার সামনে। খুশিতে নাচছে তার মন। উত্তেজনা বেড়ে গেছে তার। ধুকপুকানি শুরু হয় বুকে। না, আর দেরি করা যায় না। ডান হাত ঢুকিয়ে দিলো গর্তের ভেতর। কিন্তু কই? কোনো পাখির অস্তিত্ব অনুভব করছে না সে। তাহলে কি পাখি চলে গেছে? সাত পাঁচ ভেবে আরো ভেতরে হাত ঢুকিয়ে দিল সে। হঠাৎ কী যেন একটা ছোবল মারে তার কব্জিতে। 'ও মাগো' বলে সজোরে একটা চিৎকার মারল। তাড়াতাড়ি করে হাত বের করে নিয়ে আসল। একদম দাঁত বসে গেছে কব্জিতে। চুঁইয়ে চুঁইয়ে রক্ত বের হচ্ছে। একটু পরই বড় একটা সাপ বের হলো গর্ত থেকে। ফণা তুলে দাঁড়িয়ে ফোঁসফাঁস করছে সাপ। ভয় পেয়ে যায় রাফি। বুকের ভেতর ধুকধুক শব্দ হতে লাগল। ব্যথায় সারা শরীর নীল হয়ে গেছে তার। যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে সে। ডান হাতটা কয়েক মণ ভারী মনে হলো তার কাছে। আল্লাহ বাঁচাও! বলে দৌড়ানো শুরু করল বাড়ির দিকে।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৭৭। তাহারা কি জানে না যে, যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন?
যে শুধু নিজের কথা চিন্তা করে, সে অবিসম্বাদিতভাবে অশিক্ষিত। _বাটলার।
যাহারা সৎপথ অবলম্বন করিয়া জীবিকা অর্জন করে তাহারা খোদাতাআলার প্রিয় বন্ধু।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |