চাঁদপুর। বৃহস্পতিবার ২৩ মার্চ ২০১৭। ৯ চৈত্র ১৪২৩। ২৩ জমাদিউস সানি ১৪৩৮
jibon dip

সর্বশেষ খবর :

  • -
রাজস্ব অর্থায়নে পেয়াজ উৎপাদনের প্রদর্শনী
কৃষিকণ্ঠ প্রতিবেদক
২৩ মার্চ, ২০১৭ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+

চাঁদপুর সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের রাজস্ব অর্থায়নে ইউনিয়নে পর্যায়ে পেয়াজ উৎপাদনে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

হানারচর ইউনিয়ন কমপ্লেঙ্ ে গত ৮ মার্চ পেয়াজ উৎপাদন প্রদর্শনী মাঠ দিবসে ইউপি সদস্য মোঃ বারেক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ নোয়াখেরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) খন্দকার মাহফুজুল হক, চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিল আতিয়া পারভীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (হানারচর বস্নক) কার্তিক চন্দ্র দাস প্রমুখ।

শাহ্ মাহামুদপুর ইউনিয়নের কমপ্লেঙ্ েগত ১৩ মার্চ পেয়াজ উৎপাদন প্রদর্শনী মাঠ দিবসে ইউপি সদস্য নাজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ, চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিল আতিয়া পারভীন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (কুমারডুগি বস্নক) মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

মৈশাদী ইউনিয়নে গত ১৪ মার্চ পেয়াজ উৎপাদন প্রদর্শনী মাঠ দিবসে হামান কদ্দি খান বাড়িতে ইউপি সদস্য জায়েদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) খন্দকার মাহফুজুল হক, চাঁদপুর সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ্ আলম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা (হামান কদ্দি বস্নক) খোকন চন্দ্র চক্রবর্তী প্রমুখ। এছাড়া সরিষা প্রদর্শনী মাঠ দিবসে অংশ নেয় ইউনিয়ন পর্যায়ের কৃষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২৭-সূরা নাম্ল 


৯৩ আয়াত, ৭ রুকু, ‘মক্কী’


পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।


 


৫৮। তাহাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রশিতদের জন্যে এই বর্ষণ ছিল কত নিকৃষ্ট।


৫৯। বল, ‘সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাঁহার মনোনীত বান্দাদের প্রতি! শ্রেষ্ঠ কি আল্লাহ, না উহারা যাহাদিগকে শরীক করে তাহারা?


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন

তুমি যদি ভালো থাকতে ইচ্ছা কর তবে চেষ্টা করলেই তা পারবে।   -জেমস এ, গ্যারফিল্ড।


অভ্যাগত অতিথির যথাসাধ্য সম্মান করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য।


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৩৪৪০
পুরোন সংখ্যা