মাঘ মাস। ইংরেজি মাস হিসেবে জানুয়ারিও বছরের শুরু। প্রাকৃতিক পরিবেশ হিসেবে প্রচ-, শীতের মাস। শীতে বাণিজ্যিক খামার কিংবা গৃহস্থের হাঁস-মুরগি, গবাদিপশু এমনকি মাঠের ফসল বেড়ে উঠতে বিঘ্ন ঘটে। এছাড়া বোরো বীজতলায় চারা শীতে মারা যায়। শীতের কারণে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের দারুণ অসুবিধা হয়। এসব প্রতিকূলতা মোকাবেলা করেই আমাদের দৈনন্দিন কর্মকা- চালিয়ে যেতে হয়। ঋতু বৈচিত্রের প্রতিকূল প্রভাব এবং জলবায়ু ও আবহাওয়াগত পরিবর্তনের ফলে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ে।
সুপ্রিয় চাষী ভাইয়েরা, এ সময় বোরোসহ বিভিন্ন শীতকালীন ফসলের রোপন, বপন ও পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদের যত্ন-পরিচর্যাও সমানতালে করতে হয়। কারণ যে কোনো কাজের সাফল্য লাভ করতে পরিশ্রমের বিকল্প নেই। তবে এ পরিচর্যা হতে হবে সঠিক সময় সঠিক পদ্বতিতে।
শাক সবজি মানবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় আলুর আগাম নাভী ধস দেখা দিতে পারে। এ রোগের আক্রমণের ফলে আলুর ফলন গুণগত মান অনেক কমে যায়। তাই এ রোগ থেকে আলুর ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সজাগ থাকতে হবে। শীতের জড়তা কাটিয়ে গ্রীষ্মের আগাম আবহাওয়া সবার জীবনে বয়ে আনুক সুখ।
প্রিয় পাঠক ও চাষী ভাইয়েরা, আপনাদের জন্য আমাদের প্রতি মাসে এ আয়োজন। তাই আপনারা কৃষি বিষয়ক যে কোনো সমস্যাগুলো লিখে পাঠাতে পারেন নিম্ন ঠিকানায়। আসুন, দেশের কৃষি চাষী ও কৃষক-কৃষাণীর সার্বিক উন্নয়নে এবং খাদ্য নিরাপওা নিশ্চিত করণে সচেষ্ট হই। নিজেদেরকে সুস্থ সবল জাতি হিসেবে গড়ে তুলি। আসুন সবাই মিলে চাঁদপুুরকে সুখী ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই।
মুহাম্মদ আবদুর রহমান গাজী
বিভাগীয় সম্পাদক
কৃষিকণ্ঠ
দৈনিক চাঁদপুুর কণ্ঠ, রেড ক্রিসেন্ট ভবন (২য় ও ৩য় তলা)
প্রায়োজনে : ০১৭১০-৯৮৮৭২০
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৬-সূরা শু’আরা ২২৭ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২১২। উহাদিগকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে। ২১৩। অতএব তুমি অন্যকোন ইলাহ্কে আল্লাহ্র সহিত ডাকিওনা, ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন অন্ধ ব্যক্তিরাই পৃথিবীর বেশি ভাগ্যহত। -ডিকের্ন্স। যারা এক মুখে দুই কথা বলে, তারা মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |