চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের গো-খামারিরা গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। এখানে দিনে-রাতে গরু চুরি হয়। বিশেষ করে সামনে কোরবানি এ জন্যই গরু চুরি এই সময়টাতে বেশি হয়।
এলাকাবাসী জানায়, এখানকার বেশির ভাগ লোক কৃষি কাজ করে। প্রতিটি পরিবারে দুই চারটি গরু-ছাগল পালন করে। কারো কারো গরু মোটা তাজাকরণ ফার্ম আছে। আমরা সবাই দিনের বেলা চরে গরু ছেড়ে দেই। আবার সন্ধ্যায় বাড়িতে নিয়ে যাই। ইদানীং রাতেতো চুরি হয়ই, আবার দিনেও চর থেকে ট্রলারযোগে গরু চুরি করে নিয়ে যায়। এজন্যে চরে গরু ছেড়ে দেয়ার পর সাথে সাথে থাকতে হয়, এভাবেই কথাগুলো বললো কিশোর রাসেল। তাদের খামারে ২৫ টি গরু আছে। এগুলোর দেখাশুনা রাসেলই করেন। সে জানায় পড়া-লেখা বাদ দিয়ে এ কাজ নিয়ে সারাদিন মাঠেই থাকি।
অপরদিকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বলেন, মার্চ মাসে নির্বাচনের সময় কয়েকটি গরু চুরি হয়েছে। লগি্গমারা গ্রামের মৃত আঃ মান্নান মিয়ার ছেলে ছমিদ আলির ও মৃত মুজাম্মেল সরকারের ছেলে আলাউদ্দিনেরও গরু চোরে নিয়ে গেছে।
এ ব্যাপারে রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাওঃ এএইচএম হাবিবুল্লাহর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের এলাকায় এ সময়টাতে আগে-পরে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কমিউনিটি পুলিশ, চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে পরামর্শ সভা করবো। তবে আমাদের এলাকায় একটি পুলিশ ফাঁড়ি দরকার। এসপি স্যার এলাকায় এসেছিলেন। আমরা স্যারকে অবগত করেছি। পুলিশ ফাঁড়ি হলে আইন শৃঙ্খলা অনেক ভালো হতো।
ফজর | ৫:০৬ |
যোহর | ১১:৪৯ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৪ |
এশা | ৬:৩২ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৪-সূরা নূর সংসারে আনন্দময় পরিবেশ ভালো কিছু করার প্রেরণা যোগায়। -জন মেসাভল্ড। স্বভাবে ন¤্রতা অর্জন কর। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |