চাঁদপুর। বুধবার ২৩ নভেম্ববর ২০১৬। ৯ অগ্রহায়ণ ১৪২৩। ২২ সফর ১৪৩৮
jibon dip

সর্বশেষ খবর :

  • -
মতলবে কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক কর্মশালা
রেদওয়ান আহমেদ জাকির
২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসের আয়োজনে সম্মিলিত খাবার ব্যবস্থাপনা কর্পোরেটের কুমিল্লা অঞ্চলের অধীনে গত ২১ নভেম্বর সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসে কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।



উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ লতিফ সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক আলী আহম্মেদ। বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার এমএম রেজাউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কায়সার জামিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এনায়েত হোসেন।



কর্মশালায় বক্তারা বলেন, উৎপাদন খরচ নিশ্চিত করতে পারলে কৃষকরা লাভবান হবে। এছাড়া সকল কৃষককে একত্রিত হয়ে মালামাল বাজারজাত করতে হবে। দালালদের কাছে কৃষকরা যাতে জিম্মি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষকরা সরাসরি কোল্ড স্টোরেজে মালামাল দিবেন। কোল্ড স্টোর কর্তৃপক্ষ মালামাল না নিলে আমাদের জানাবেন। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিবো। এ সময় কৃষক, ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।



 



 



 



 



 



চাঁদপুরের কাঁচা বাজারগুলোতে সবজির মূল্য নিচে দেয়া হলো :



 



সবজির নাম ওয়্যারলেছ বাজার বিপণীবাগ বাজার পালবাজার



মুলা শাক কেজি প্রতি ২০/২৫/- ৩০/- ২৫-৩০



গাজর ৮০/- ৮০/- ৮০/-



কাঁচা কলা ৩৫/- হালি ৩০/- হালি ২৫/- হালি



পটল ৪০/- ৪০/- ৪০/-



নতুন আলু ৭০/- ৮০/- ৮০/-



পেঁপে ২৫/- ৩০/- ২৫/-



পালং শাক ৫০/- ৫০/- ৪০/-



করলা ৪০/- ৫০/- ৪০/-



কাঁচা মরিচ ৮০/- ৬০/- ৬০/-



বেগুন ৪০/৫০ ৫০/- ৪০/-



টমেটু ৭০/- ৭০/- ৭০/-



আলু ২৭/২৮ ২৮/- ২৮/-



শসা ৬০/- ৭০/- ৬০/-



ফুলকপি (পিচ) ৩৫/৪০ ৪০/- ৪০/-



পাতাকপি (পিচ) ৩৫/৪০ ৪০/৪৫ ৪০/-



মুলা ৩৫/- ৩৫/- ৩৫/-



লালশাক ২৫/৩০ ৩৫/- ৩০/-



লাউ ৫০/৬০ ৫০/৬০ ৫০/৬০



কুমড়া ৩৫/৪০ ৩৫/- ৩০/৩৫



ধনিয়াপাতা প্রতি কেজি ২০০/- ১৫০/১৬০ ১২০/১১০



সিম ৬০/৭০ ৭০/- ৭০/-



বড়বটি ৫০/৬০ ৭০/- ৪০/-



করলা ৪০/- ৪০/- ৪০/-


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২৬-সূরা শু’আরা


২২৭ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’


পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।


 


৭৮। যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। 


৭৯। তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়। 


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


 


কর্মদক্ষতাই মানুষের সর্বাপেক্ষা বড় বন্ধু। 


                               -দাওয়ানি।

দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানচর্চায় নিজেকে উৎসর্গ করো।   


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৪৩৮২
পুরোন সংখ্যা